![brain, hand, grey](https://soumen.me/wp-content/uploads/2024/11/g9e964b3d47fcb28fc40c1e07e3497a030ec70ef6ac4a882b032962becc8d383e261cbb22a148094b3bb139d8fb8fe74daff34579880d947239945186c7d44521_1280-4961452-1024x682.jpg)
এই পৃথিবীতে একজন হিউম্যান বিইংয়ের জন্য সবচেয়ে কঠিনতম কাজ ভালো ব্যবহার করার অভিনয় করা। কারণ আমাদের ব্রেইনে ভাল ব্যবহার কীভাবে করতে হয় তা ডিজাইন করে তৈরি নয়।
এর জন্য লাগে অনেক প্র্যাকটিস। এমন আরো অনেক কিছুই আমাদের ব্রেইনে ডিজাইন্ড নয়। বরং আমাদের ব্রেইন ডিজাইন্ড হিংসা, বিদ্বেষ, অ-সুখ, অন্যের সম্পদ কেড়ে খাওয়া, গালাগাল ইত্যাদি দিয়ে। করোনা ভাইরাসের টিকা যেমন আমরা জন্ম থেকেই পৃথিবীতে নিয়ে আসি না, এটা আমাদের ইমিউন করতে হয়, ঠিক তেমনি ভাল ব্যবহারও আমাদের ইমিউন করতে হয়।
আবার হাত পা চোখ আমরা জন্মসূত্রেই পেয়ে থাকি, তেমনি গালিগালাজ হিংসা এসব আমাদের শিখিয়ে দেয়া তথা ইমিউন করা লাগে না। আমাদের ব্রেইনের স্বাভাবিক আচরণ হলো ফেইসবুক চালিয়ে বা আজাইরা কাজ করে সময় নষ্ট করা।
সুতরাং যে ছেলে বা মেয়েটার উপর তার মা রাতদিন-ভোদদিন রাগ করছেন ,সে ছেলেটা বা মেয়েটা অস্বাভাবিক কিছুই করছে না, বরং সেই-ই পারফেক্ট হিউম্যান বিয়িং। সময় নষ্ট করে বই পড়াটাই ইমপারফেক্ট ব্রেইন তথা ব্রেইনের বিরুদ্ধে যাওয়া।
কত কিছুই চুপচাপ মুখ বুজে মেনে নিতে হয়, সয়ে নেওয়া লাগে–শুধু ইমপারফেকশন খেতাব পাওয়ার জন্য।