১.আমার যাচ্ছেতাই-মস্তিষ্কে যা আসে, তাই বলি।
তুমি হৃদয়ের কথা বোলো।
২.তুমি অথৈ জলের মাছ।
কোন সাগরে তোমার বসবাস?
আমার হৃদপিণ্ড গলিয়ে,
সাগর করেছি।
এইখানে একটা ‘তুমি’ করবো চাষ।
৩.আমি এক হতভাগা প্রেমভিক্ষুক,
ভিখ মাঙি বন্ধ প্রেমদুয়ারে,
খিড়কি যার আজও খোলেনি..
৪.কারো কাছে দুঃখ জমানো আছে?
নির্ভেজাল সারবান দুঃখ?
আমি কিছু দুঃখ কিনবো।
৫.কে যায়?
ওই দূর নিবাসে,
উড়ো চুলে, আলগা আঁচল?
ফেলে গেছে সে একটি পায়ের মল।
৬.কত কথা ছিল, তোমায় বলা হয়নি।
আজ স্মৃতি বেঁচে, আমি কবিতা কিনি।
৭.হিসেবের ভিড়ে সময়ের ফোঁড়,
কী হারালাম, কী-বা পেলাম!
৮.যেই হাত বাড়ালে তুমি—
একফালি বাঁকা চাঁদ,
পেয়ে আহ্লাদ;
লুকলো মেঘের আড়ালে।
৯.জোছনার রং গায়ে ঢেলে,
আমরা দুজন হেঁটে গেলাম।
সন্ধ্যের মায়ামহ পৃথিবীর ওপর।
১০.কোনো শব্দ সেদিন আমাকে দেয়নি অবসর।
অথচ তোমার মুখে ছিল কথার আসর।
১১.তোমার ঠোঁটের খই-ফুঁটানো তাপে,
আসলো গায়ে ভীষণ যে জ্বর,
থৈ পেল না থার্মোমিটার মেপে।
১২.আকাশের আজ মুখভার,
থোকা থোকা মেঘের নীরবতা।
১৩.আমার অলস-মস্তিষ্কে যা আসে, তাই লিখি।
তুমি তোমার হৃদয় দিয়ে পোড়ো।