ছিপছিপে দেহটা হেঁটেছিল মৃ

ছিপছিপে দেহটা হেঁটেছিল মৃদুপায়।
ছিন্ন আঁচল চলেছিল পিছে পিছে।
রাঙা গোড়ালি রেখেছিল ছাপ আলতায়।
তারপর থেকে পৃথিবীর পথে পথে,
রোদে ঘুরে, বৃষ্টিতে ভিজে,
খুঁজেছি সেই দুটি পা।
একদিনও দেখিনি কোনো ফুটপাথে,
তাকে,
মৃদুল পায়ে হেঁটে যেতে।
তারপর একদিন—
একটি খেচরও ছিল না আকাশে তখন,
পথ হারিয়ে ফেলা ঘুঘুর ছানাটিও খুঁজে নিয়েছিল মাতৃনীড়।
যখন দেবদারুর ছায়া মিশে গিয়েছিল অন্ধকারের সাথে,
সূর্য ডুবল পশ্চিমে তখন।
সবুজ ঘাসে বেজে উঠল শিঞ্জিনীর সুর।
রুনুঝুনু সে আয়োজন।
একরাত হেঁটেছিলাম, দুবাহু ধরে দুজনার,
বহুদূর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *